價格:免費
更新日期:2019-06-07
檔案大小:4.7M
目前版本:1.0.3
版本需求:Android 4.0.3 以上版本
官方網站:http://beeitstudio.com
Email:beeitstudio@gmail.com
聯絡地址:隱私權政策
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) দ্বারা পরিচালিত বিসিএস (প্রশাসন), বিসিএস (পররাষ্ট্র), বিসিএস (পুলিশ), বিসিএস (ট্যাক্সেশন) সহ বিভিন্ন সিভিল সার্ভিস ক্যাডার নিয়োগের জন্য জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা। পরীক্ষা তিনটি পর্যায়ে পরিচালিত হয় - প্রাথমিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক (ইন্টারভিউ)। প্রাথমিক পরীক্ষার বিজ্ঞপ্তি থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণার সম্পূর্ণ প্রক্রিয়া ১.৫ থেকে ২ বছর সময় লাগে।
অ্যাপটি বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অ্যাপটিতে রয়েছে বিগত ১০ম থেকে ৩৮তম বিসিএস পরীক্ষার প্রশ্নসমুহের সমাধান। অ্যাপটি ব্যাবহার করে পরীক্ষার্থীরা বিগত বছরের প্রশ্নসমুহ সহজেই আয়ত্ত করতে পারবেন। এছাড়া বিসিএস পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কেও ধারণা লাভ করতে পারবেন। অ্যাপটির প্রধান তিনটি বৈশিষ্ট্য হচ্ছেঃ কুইজ, অনুশীলন এবং প্রশ্নব্যাংক। কুইজ অংশে ৯ টি ক্যাটাগরি থেকে যেকোনো ১ টি ক্যাটাগরি নির্বাচন করলে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নসমুহ হতে উক্ত ক্যাটাগরির ১০ টি প্রশ্ন দেয়া হবে। ক্যাটাগরিসমূহ হচ্ছেঃ বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। কুইজ শেষে প্রশ্নসমুহের সমাধান ও কুইজের ফলাফল দেয়া হবে। এতে করে পরীক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবেন। অনুশীলন অংশে ৯ টি ক্যাটাগরি থেকে যেকোনো ১ টি ক্যাটাগরি নির্বাচন করলে উক্ত ক্যাটাগরির সকল প্রশ্ন উত্তর সহ দেখানো হবে। প্রশ্নব্যাংক অংশে বিগত ১০ম থেকে ৩৮তম বিসিএস পরীক্ষার প্রশ্নসমুহ পরীক্ষার ক্রম অনুসারে সাজানো থাকবে। যেকোনো ১ টি পরীক্ষানির্বাচন করলে উক্ত পরীক্ষার সকল প্রশ্ন উত্তর সহ দেখানো হবে। এছাড়াও অ্যাপটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সার্চ। কোনো প্রশ্নের উত্তর জানতে সার্চ ব্যাবহার করে প্রশ্নটির উত্তর সহজেই বের করা যাবে।
অ্যাপটি বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তার উদ্দেশ্যে তৈরি করা হলেও যেকোনো সরকারি চাকরির প্রস্তুতিতে অ্যাপটি কাজে আসবে। যেহেতু পাবলিক পরীক্ষায় বিসি এসের প্রশ্ন অনুসরন করা হয় সেহেতু ব্যাংক, সরকারী চাকুরী, প্রাথমিক শিক্ষক নিয়োগ, স্কুল নিবন্ধন, কলেজ নিবন্ধন, ইউনিভার্সিটি, বুয়েট ও মেডিক্যাল ভর্তি পরীক্ষা সহ যে কোন পাবলিক পরীক্ষার প্রস্তুতি নিতে পরীক্ষার্থীর কাজে লাগবে অ্যাপটি।
ফিচারঃ
#১০ম থেকে ৩৮তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান
#কুইজ
# অনুশীলন
#প্রশ্নব্যাংক।
#প্রশ্ন সার্চ
#ক্যাটাগরি অনুযায়ী কুইজ ও প্রাক্টিস
#পরীক্ষা সম্পর্কিত ইভেন্ট সম্পর্কে নটিফিকেশন
Keywords:
# bcs
# bcs preparation
# bcs model test
# bcs question bank
# bcs mcq
# timed mcq
# mcq test
# bpsc bcs
# bcs preli mcq
# bcs mcq exam
# BCS Preliminary
# BCS Question Bank
# BCS preparation
# mcq preparation
# bcs preparation app
# bcs mcq preparation